ঢাকা ও নারায়ণগঞ্জের পরে গাজীপুরে করোনা সংক্রমণ বেশি
২০ এপ্রিল ২০২০ ১৬:১৮
ঢাকা: ঢাকা ও নারায়ণগঞ্জের পরে বাংলাদেশে বর্তমানে গাজীপুরে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ হওয়ার হার বেশি। সব মিলিয়ে মোট আক্রান্তের ১৯ দশমিক পাঁচ শতাংশই গাজীপুর জেলার।
সোমবার (২০ এপ্রিল) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, বর্তমানে দেশে মোট আক্রান্তের হার বেশি ঢাকা ও নারায়ণগঞ্জে। এরপরেই বর্তমান গাজীপুরে সংক্রমণের হার বেশি। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে যে ৪৯২ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে তাতেও দেখা যায় গাজীপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা গত দিনের তুলনায় ২০ শতাংশের কাছাকাছি।
এছাড়াও মোট আক্রান্ত সংখ্যার ১৩ দশমিক পাঁচ শতাংশ কিশোরগঞ্জ জেলার। এছাড়াও মোট আক্রান্তের ছয় শতাংশ সংক্রমণের হার নরসিংদীতে।
তিনি বলেন, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৪৮ জন। ভাইরাসে সংক্রমণের ফলে মোট মৃত্যু হলো ১০১ জনের।