Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের নামে সচল ভুয়া ফেসবুক পেজ বন্ধের আহ্বান ডা. জাফরুল্লাহর


২১ এপ্রিল ২০২০ ২১:২৩

নিজের নামে চালিত ভুয়া ফেসবুক পেজ বন্ধের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার (২১ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে তার পক্ষে একটি পোস্টে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, আমাদের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কোনোভাবেই কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত নন। অথচ তার নামে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ‘ফেসবুক পেজ’ খুলেছেন। ঐ পেজ থেকে ওনার নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্র ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর সব শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, পেজটি ভিজিট করে ফেক হিসেবে রিপোর্ট করুন।

বিজ্ঞাপন

এ বিষয়ে গত ২৪ মার্চ রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, যার নম্বর-১২৯৫। এতে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমার কোনো ফেসবুক আইডি নাই। কে বা কাহারা আমার নাম দিয়ে আমাকে বিপদগ্রস্ত করার জন্য এ কাজ করছে। বিষয়টি আমি নিজেও জানি না।’

গণস্বাস্থ্য কেন্দ্র ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর