বান্দরবানে করোনা আক্রান্ত বেড়ে ৪
২২ এপ্রিল ২০২০ ০৯:১১
বান্দরবান: বান্দরবানে তিন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে থানচিতে দুজন পুরুষ এবং লামায় একজন নারী রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রামের নির্ধারিত ল্যাবরেটরি টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার থানচি উপজেলার সোনালী ব্যাংকের গার্ড এক পুলিশ সদস্য, বড়মদক এলাকার বাসিন্দা মারমা সম্প্রদায়ের এক পুরুষ এবং লামার মেরাখোলা মুসলিম পাড়ার এক বাসিন্দার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে নারায়ণগঞ্জ থেকে তাবলিগ ফেরত এক ব্যক্তির করোনা ধরা পড়ে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, বর্তমানে বান্দরবানে হোম কোয়ারেন্টাইনে আছে ৩৮৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ২৩ জন এবং আইসোলেশনে রয়েছেন তিনজন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘বান্দরবানে নতুন আরও তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে টেস্টে শনাক্ত হওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় তিন পুরুষ ও এক নারীর করোনা শনাক্ত হলো।