আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের পাশে চবি শিক্ষক সমিতি
২২ এপ্রিল ২০২০ ১৪:৪১
চট্টগ্রাম ব্যুরো: করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা আর্থিক সংকটে পড়েছেন তাদের সহায়তার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের ব্যাক্তি মর্যাদা সমুন্নত রাখতে আবেদনকারী এবং তালিকাভুক্ত বৃত্তি গ্রহীতাদের ব্যাক্তি পরিচয় সমিতি অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষণ করবে।
বৃত্তির শর্তাবলির মধ্যে আছে, তালিকা প্রণয়নের ক্ষেত্রে নিন্মলিখিত বিষয়াবলীকে প্রাধান্য দেওয়া হবে- যে সকল শিক্ষার্থীর পিতা, উপার্জনক্ষম অভিভাবক জীবিত নেই এবং আর্থিকভাবে অসচ্ছল। যে সকল শিক্ষার্থীর পিতা-মাতা কর্মহীন, যে সকল শিক্ষার্থীর পিতা-মাতার উপার্জন অপ্রতুল, যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী ও পরিবার অসচ্ছল।
শিক্ষার্থীরা অনলাইনে মাধ্যমে এই লিঙ্কে https://forms.gle/VPpQB8GQJE3aecFu9
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আইডিতে [email protected] এই ঠিকানায় ইমেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন। ইন্টারনেটে যোগাযোগ সম্ভব না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেও আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত।