নওগাঁয় কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
২৩ এপ্রিল ২০২০ ০১:২৬
নওগাঁ: নওগাঁয় কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী জানান, করোনাভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের নেতা-কর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। জেলা ছাত্রলীগের ৩৫ জন নেত-কর্মী মিলে ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌঁছে দিচ্ছি। করোনার কারণে কৃষক যেনো ক্ষতিগ্রস্থ না হন সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় নওগাঁয় এ কাজ করা হচ্ছে।
আগামীতে প্রয়োজন হলেও জেলা ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।
কৃষক দেওয়ান আব্দুল মতিন বলেন, শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। সময়মত না কাটতে পারলে জমিতেই ধান নষ্ট হওয়ার ভয় ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছে তা কখনো ভুলার নয়।