Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও ৩০ মিলিয়ন ডলার দেবে চীন


২৩ এপ্রিল ২০২০ ১৪:৪৩

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্ব মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আরও ৩০ মিলিয়ন ডলারের নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে পিপলস’ ডেইলি চায়না।

এর আগে, মার্চের ১১ তারিখ নভেল করোনাভাইরাস মোকাবিলায় ডব্লিউএইচওকে অনুদান হিসেবে ২০ মিলিয়ন ডলার দিয়েছিল চীন।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের অনুন্নত স্বাস্থ্যস্ববা ব্যবস্থার কারণে  বিশ্বমহামারি কোভিড-১৯ এ মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। ডব্লিউএইচও’র নেতৃত্বে ওই সকল দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে এই অর্থ ব্যয় করার শর্তে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ঘোষণা দিয়ে ডব্লিউএইচওকে সকল ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দেন। তারপর কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্যের নিয়ন্ত্রক এই সংস্থার কার্যক্রম থমকে যেতে পারে বলে – মন্তব্য করেছিলেন অনেক বিশ্লেষক। বর্তমান বাস্তবতায় চীনের এই সহায়তা ওই সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ এ সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৪৬ হাজার ২৪৭ জন, মৃত্যু হয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৫২ জনের এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন সাত লাখ ২৩ হাজার ৬৯২ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন –

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

করোনা: লাইভ আপডেট

কোভিড-১৯ চীন নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর