Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় হকিংয়ের ভেন্টিলেটরটি দান করা হলো


২৩ এপ্রিল ২০২০ ১৭:৫৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৭:৫৭

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংয়ের ভেন্টিলেটরটি ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ভুক্ত রয়্যাল পাপোর্থ হাসপাতালে দান করে দিয়েছে তার পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা।

এর আগে, কেমব্রিজে বসবাস করার সময় স্টিফেন হকিংয়ের ব্যক্তিগত চিকিৎসায় ওই ভেন্টিলেটরটি ব্যবহার করা হতো। ২০১৮ সালের মার্চে ৭৬ বছর বয়সে দীর্ঘসময় স্নায়ুবৈকল্যে ভুগে এই বিজ্ঞানীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে স্টিফেন হকিং কন্যা লুসি হকিং জানিয়েছেন, তার পিতার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে ভেন্টিলেটরটি কোনো কাজে আসছিল না, এমন জাতীয় সংকটের সময় যন্ত্রটি যদি মুমূর্ষু কারও জীবন বাঁচানোর কাজে আসে, তাহলে আমাদের এই উদ্যোগ অর্থবহ হবে।

এদিকে, রয়্যাল পাপোর্থ হাসপাতালের পক্ষ থেকে ভেন্টিলেটরটি দান করায় হকিং পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

প্রসঙ্গত, ওই ভেন্টিলেটরটি স্টিফেন হকিং নিজে কিনেছিলেন বলে জানিয়েছে বিবিসি। এখন পরীক্ষা নিরীক্ষা করে ওই ভেন্টলেটরটি হাসপাতালের চিকিৎসা সেবায় সংযুক্ত করা হবে।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ভেন্টিলেটর স্টিফেন হকিং