Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে তারাবির নামাজে ১২ জনের বেশি নয়: ধর্ম মন্ত্রণালয়


২৩ এপ্রিল ২০২০ ২০:৪৬

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতির কারণে রমজান মাসে মসজিদে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ আনোয়ার হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

ধর্ম মন্ত্রণালয় এর আগে মসজিদে জুমার নামাজ আদায় ও জামাত বিষয়ে যেসব নির্দেশনা জারি করেছিল তাও কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার সার্কুলার জারি করবে মন্ত্রণালয়।

উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া নতুন করে ৪১৪ জন শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ মোট ১০৮ জন সুস্থ হয়েছেন।

করোনা মোকাবিলা করোনাভাইরাস জুমার নামাজ টপ নিউজ তারাবির নামাজ ধর্ম মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর