Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা শনাক্তে চট্টগ্রামে দ্বিতীয় ল্যাব চালু


২৩ এপ্রিল ২০২০ ২৩:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তে আরও একটি ল্যাব পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এই ল্যাবে আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে শনাক্তকরণ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো কিভাবে করোনা শনাক্তকরণে ব্যবহার করা যায়, সেটা নিয়ে কাজ শুরু করি। শিক্ষা মন্ত্রণালয় থেকে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কাজ শুরু করেছে। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিষয়টিও আমরা দেখছি। আশা করি সেখানেও দ্রুতই শুরু হবে।’

চট্টগ্রামে গত ২৬ মার্চ থেকে শুধুমাত্র সীতাকুণ্ড উপজেলা ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ সংক্রমণ শনাক্ত চলছিল। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নমুনার চাপে হিমশিম খাচ্ছিল প্রতিষ্ঠানটি। বিআইটিআইডিতে বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত ১ হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে ৭৯ জনের। চট্টগ্রাম জেলার রোগী ৪৩ জন।

বিজ্ঞাপন

এ অবস্থায় গত ২১ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের কাছে এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশনা আসে। অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানার সই করা চিঠিতে বলা হয়, দুর্যোগময় মুহূর্তে আপনার প্রতিষ্ঠানের সহযোগিতা একান্তভাবে কাম্য। স্বাস্থ্য অধিদফতর কোভিড -১৯ নমুনা, পিসিআর টেস্ট কিট ও প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা দেবে। এ বিষয়ে পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রামের সঙ্গে সমন্বয় করবেন।

সিভাসু’র উপাচার্য গৌতম বুদ্ধ দাশ সারাবাংলাকে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের অনুমতির পর আমরা ৪৮০টি কিট পেয়েছি। আরও কিট পাঠানো হবে বলে আমাদের জানানো হয়েছে। শুক্রবার পরীক্ষামূলকভাবে কাজ শুরু হবে। শনিবার থেকে পুরোদমে করোনার নমুনা পরীক্ষা করা হবে। আমাদের মোট ১০ সদস্যের টিম কাজ করবে। প্রতিদিন আমরা ১০০টি নমুনা পরীক্ষা করতে পারব।’

করোনা মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সমন্বয় কমিটির বিভাগীয় সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, স্বাস্থ্য অধিদফতর থেকে সরাসরি কিট পাঠানোর সুযোগ নেই। সেজন্য বিআইটিআইডি থেকে আপাতত ৪৮০টি কিট হস্তান্তর করা হয়েছে। শনিবার বিআইটিআইডি থেকে নমুনা আসবে। সেগুলো পরীক্ষা হবে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক একটি অফিস আদেশ জারি করবেন। এরপর জেলা-উপজেলা থেকেও নমুনা পরীক্ষার জন্য আসবে।’

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক বায়োসেফটি ও পিসিআর পরীক্ষাগারে ছয়টি পিসিআর মেশিন আছে বলে তিনি জানিয়েছেন।

সিভাসুতে করোনা শনাক্তকরণ ল্যাবের উদ্বোধনের সময় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ, স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, স্বাচিপ সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা পায়েল দত্ত উপস্থিত ছিলেন।

করোনা পরীক্ষা ল্যাব চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে দ্বিতীয় ল্যাব মহিবুল হাসান চৌধুরী নওফেল সিভাসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর