চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কেউ নেই, সুস্থ ১০ জন
২৪ এপ্রিল ২০২০ ০২:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় কারও শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়নি। তবে লক্ষ্মীপুরে একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার সবার রিপোর্ট নেগেটিভ।
শুধু জেলার বাইরে লক্ষ্মীপুরে একজনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির বয়স ৩৭ বছর।
গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরুর পর এ পর্যন্ত ২০৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮০ জনের ।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার রয়েছেন ৪৩ জন। মারা গেছেন ৫ জন। ইতিমধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া লক্ষ্মীপুরের ২৮ জন, নোয়াখালীর ৪ জন, বান্দরবনের ৩ জন এবং ফেনীর ২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।