Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে ব্যাংক কর্মকর্তাসহ ২ জন করোনা পজিটিভ


২৫ এপ্রিল ২০২০ ২১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে এই প্রথম একজন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন দুইজন করোনা রোগী শনাক্ত হয়। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরজন মৌলভীবাজারী রাজনগরের বাসিন্দা। শ্রীমঙ্গলে আক্রান্ত যুবক একটি বেসরকারি ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে কর্মরত।

নমুনা পরীক্ষার রিপোর্ট শ্রীমঙ্গল এবং রাজনগরের প্রশাসনের হাতে আসার সঙ্গে সঙ্গে রোগীর এলাকা লকডাউন করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘শ্রীমঙ্গলে শুক্রবার প্রথম একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। এই রোগীর নমুনা গত মঙ্গলবার (২১ এপ্রিল) সংগ্রহ করে সিলেট পাঠানো হয়েছিল। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বসবাসরত বিল্ডিং ও তার আশেপাশের এলাকা শুক্রবার রাত ১টায় লকডাউন করেছি। তবে রোগী বর্তমানে অনেকটা সুস্থ আছে বলে জানান ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।’

করোনা রোগী করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর