Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ব্যতিক্রমী উদ্যোগ এক গ্রামের


২৬ এপ্রিল ২০২০ ০০:১১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ০০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসী। রমজানের প্রথম দিনে শুক্রবার (২৫ এপ্রিল) গ্রামের ১১৫টি পরিবারকে উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহয়তা দেওয়া হয়েছে। এর পুরো অর্থ সহায়তা করেছেন গ্রামের স্বচ্ছল বাসিন্দারা।

ব্যতিক্রমী এই উদ্যোগ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইজবাড়ী গ্রামের।

উপহার হিসেবে ১৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১ কেজি ছোলা দেওয়া হয়েছে। আর তা পৌঁছে দেওয়া হয়েছে পরিবারগুলোর ঘরে ঘরে। ফলে সহয়তার জন্যে তাদের দাঁড়াতে হয়নি কোন লাইনে। এমনকি যাদের সহায়তা দেওয়া হয়েছে তোলা হয়নি তাদের কোন ছবিও।

বিজ্ঞাপন

গ্রামের আর্থিক স্বচ্ছল ব্যক্তিরা নিজেদের অর্থায়নে ১ লাখ ৩০ হাজার টাকার মতো সংগ্রহ করে। পরিবারগুলো উপহার সামগ্রী দেওয়ার পরও কিছু অর্থ থেকে গেছে। তা দিয়ে ঈদুল ফিতরে দরিদ্র পরিবারগুলোকে সহায়তার লক্ষ্য রয়েছে গ্রামবাসীর।

জানতে চাইলে মাইজবাড়ী গ্রামের প্রবীণ বাসিন্দা এস এম ওয়াহিদুর রহমান বাদল সারাবাংলাকে বলেন, ‘অস্বচ্ছল ও দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করতে গ্রামের সবাই এগিয়ে এসেছেন। বাইরে যারা থাকে, চাকরি ও ব্যবসা করেন, তারা গ্রামের মুরব্বিদের সঙ্গে পরামর্শ করে এ উদ্যোগ নেয়। যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে তাতে অনেক পরিবারের হয়তো ১৫ দিনের সমস্যা লাঘব হবে। অন্যান্য গ্রামের বাসিন্দারাও এমন উদ্যোগ নেবে বলে আমাদের প্রত্যাশা।’

গ্রামের আরেক বাসিন্দা শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘গ্রামে শুধু চাকুরিজীবী নয়, সমাজে প্রতিষ্ঠিত অনেক ব্যক্তি রয়েছেন। সবাই এই উদ্যোগে অংশ নিয়েছে। বিশেষত তরুণ প্রজন্ম এগিয়ে আসায় আমরা উচ্ছ্বাসিত। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ গ্রামে অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।’

তরুণ শিক্ষক আতাউর রহমান দিদার সারাবাংলাকে বলেন, ‘শ্রমজীবী যারা আছেন, দিন আনে দিন খায়, করোনার কারণে তাদের কষ্ট হচ্ছিল। আমাদের এই সম্মিলিত প্রয়াস তাদের কষ্ট কিছুটা হলেও কমাবে বলে বিশ্বাস করি। দেশের অন্যান্য গ্রামের বাসিন্দারাও যদি এভাবে এগিয়ে আসেন, নিজ গ্রামের মানুষের পাঁশে দাঁড়ান; তাহলে করোনার প্রভাব মোকাবিলা কিছুটা হলেও সহজতর হবে।’

করোনাভাইরাস খাদ্যসামগ্রী গ্রামবাসী

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর