Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েতের কারাগার থেকে দেশে ফিরলো ১২৬ বাংলাদেশি


২৭ এপ্রিল ২০২০ ২১:০০

ঢাকা: কুয়েতের কারাগার থেকে মুক্তি পেয়ে আল জাজিরা এয়ারলাইন্স যোগে বাংলাদেশে এসেছে ১২৬ জন প্রবাসী। তারা প্রত্যেকে কুয়েতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে এসেছেন বলে জানা গেছে। ফ্লাইটটি শাহজালালে সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে অবতরণ করে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যে ১২৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসেছেন তাদের মধ্যে ১২৫জন পুরুষ আর ১ জন নারী। এর মধ্যে ৪০ জনের পাসপোর্ট আছে বাকিদের পাসপোর্ট নেই। যাদের পাসপোর্ট নেই তারা আউট পাস নিয়ে দেশে এসেছেন।’

সাজ্জাদ আরও বলেন, ‘যারা এসেছেন তারা প্রত্যেকের কোন না কোন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। কেউ চুরি, মাদকাসক্ত বা অন্যান্য কারণে কুয়েতের কারাগারে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে সেটা লেখা রয়েছে। তাদের প্রত্যেকের যেহেতু সার্টিফিকেট রয়েছে সেহেতু তাদের হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।’ এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

১২৬ জন প্রবাসী কারাগার কুয়েত টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর