Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে আত্মসমর্পণ করা ২৩ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর অনুদান


২৮ এপ্রিল ২০২০ ১৬:২০

নাটোর: জেলায় আত্মসমর্পণকারী ২৩ জন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্যেদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোরের পুলিশ লাইনসের ডিল সেডে এই বিতরণ অনুষ্ঠিত হয়।

গত বছরে পাবনার আমিনুদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছ অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে চরমপন্থীরা। প্রধানমন্ত্রীর আহ্বানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেসব চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করে, তারা যেন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে সেজন্য উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান থেকে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এসময় চরমপন্থী দলের সদস্যরা জানান, আগের অবস্থান থেকে ফিরে আসতে পেরে তারাও অনেক খুশি। এখন তারা স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছেন। সাধারণ মানুষের সাছে চলতে পারছেন। এজন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

দুপুরে নাটোরের পুলিশ লাইনসের ডিল সেডে টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজশাহী বিভাগীয় যুগ্ম পরিচালক জহির উদ্দিন, জেলা প্রশাসক মো. শাহরিয়ার, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নাটোর জেলার উপ-পরিচালক ইকবাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

আর্থিক অনুদান চরমপন্থী লাল পতাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর