Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান থেকে ৪৮ বাংলাদেশি ঢাকার পথে


২৮ এপ্রিল ২০২০ ২১:১৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ২১:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে জাপানে আটকে পড়া ৪৮ বাংলাদেশি দেশে ফিরছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এই ৪৮ জন ঢাকায় আসছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছে টোকিওতে অবস্থিত বাংলাদেশ মিশন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ১০৩ জন জাপানিকে সোমবার (২৭ এপ্রিল) বিশেষ ফ্লাইটে করে তাদের নিজ দেশে পৌঁছে দেওয়া হয়। ফিরতি ফ্লাইটে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসা হচ্ছে।

কূটনৈতিক সূত্র আরও বলছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) জাপানের স্থানীয় সময় সন্ধ্যায় ওই বিশেষ ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে। ফ্লাইটে থাকা ৪৮ জনের বেশিরভাগেই শিক্ষার্থী। ফ্লাইটটি রাত সাড়ে ১০টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে নামার পরপরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ছাড়া তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ কোয়ারেনটাইনে থাকতে হবে।

৪৮ বাংলাদেশি জাপানে আটকে পড়া বাংলাদেশি টপ নিউজ দেশে ফিরছেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর