Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে করোনায় আক্রান্ত ২৬৯জন; সুস্থ্য ১২


৩০ এপ্রিল ২০২০ ০৩:৫৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের পিসিআর ল্যাবে করোনায় সর্বমোট ২৬৯ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়ে ফিরেছেন ১২ জন। বুধবার জেলার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২ শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহ জেলা ১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডাক্তার, দুই নার্স ও আট জন স্টাফ, সদর উপজেলায় এক ডাক্তারসহ চারজন, নান্দাইলে একজন এবং জামালপুরে সরিষাবাড়িতে একজন রয়েছে।

সবমিলে ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২৬৯ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১৪৪ জন, জামালপুর জেলায় ৫৯ জন, নেত্রকোনা জেলায় ৩৬ এবং শেরপুর জেলায় ৩০ জন।

ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত ৫৩ জন চিকিৎসকসহ ১৬৯ জন নার্স, স্টাফ ও স্বাস্থ্যকর্মী রয়েছে। এছাড়া এই সময়ে বিভাগে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১২ জন।

সারাবাংলা/কেএমএম/জেএইচ

আক্রান্ত করোনা ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর