সরকারের নীতিনির্ধারক ও উচ্চপদস্থদের হুমকি-কটূক্তি, যুবক কারাগারে
৩০ এপ্রিল ২০২০ ২১:০৬
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের নীতিনির্ধারক ও উচ্চপদস্থ ব্যক্তিদের হুমকি, কটূক্তি ও মানহানিকর অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগের মামলায় সবুজ খন্দকারের (২৮) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২৮ এপ্রিল আসামির তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সবুজ খন্দকার ফেসবুক ম্যাসেঞ্জারে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের হুমকি, কটূক্তি এবং মানহানিকর অশ্লীল বার্তা দিয়ে আসছিলেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাজধানীর মগবাজার এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।