মামার ‘চড়-থাপ্পড়ে’ ভাগ্নে অচেতন, পরে মৃত্যু
১ মে ২০২০ ০৮:২২
ঢাকা: রাজধানীর কদমতলির জনতাবাগ এলাকায় রাব্বী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মৃত্যুর আগে মামার চড়-থাপ্পড়ে শিশুটি অচেতন হয়ে পড়েছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে রাব্বীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, শিশু রাব্বী কদমতলি জনতাবাগ চৌরাস্তায় তার মামা সিরাজের কাছে থাকত। মামার চায়ের দোকানে কাজ করত সে। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চায়ের দোকানে রাব্বীর মামা তাকে চড়-থাপ্পড় মারেন। কিছুক্ষণের মধ্যে পর অচেতন হয়ে পরে রাব্বী। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বীর বাবা লিটন মিয়ার সঙ্গে যোগাযোগ হয় মোবাইলে। তিনি বলেন, তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তারা গ্রামেই থাকেন। রাব্বী তার মামা সিরাজের কাছে থাকত। সেখানে চায়ের দোকানে কাজ করত।
বৃহস্পতিবার রাতে লিটন মিয়া জানান, রাব্বীর আরেক মামা মতিন ফোন দিয়ে তাদের জানান, রাব্বী গলায় ফাঁস দিয়েছে। সেই খবর পেয়ে ঢাকার পথে রওনা হন তারা।
এদিকে, ঘটনার পর থেকে রাব্বী মামা সিরাজ পলাতক। ওসি জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। রাব্বীর মরদেহের ময়নাতদন্ত হলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া সিরাজকে ধরতে অভিযান চলছে।