‘প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন, করোনাযুদ্ধে বিজয় আমাদের হবেই’
২ মে ২০২০ ১৪:৫০
ঢাকা: করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম সার্বক্ষণিক মনিটর করছেন বলে জানিয়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দিচ্ছেন, তার ওপর আস্থা রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাল্লাহ করোনাযুদ্ধে বিজয় আমাদের হবেই।
শনিবার (২ মে) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে পাঠানো বার্তার মাধ্যমে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশ ও জাতির সংকটকালে যারা নিবেদিত প্রাণ নিশ্চয়ই জাতি তাদের সম্মান প্রদর্শন করবে। এরইমধ্যে শেখ হাসিনার সরকার ব্যাংকিংসহ করোনা সংকটে যারা ফ্রন্টলাইন যোদ্ধা তাদের সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন।’
তিনি বলেন, ‘তৈরি পোশাক কারখানাগুলো চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এ সংকটে কোনো প্রকার শ্রমিক ছাঁটাই ও লে অফ করা হবে না। তা ছাড়া ঢাকার আশেপাশের শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা ছিল এবং বিভিন্ন জেলা ও গ্রামে যেসকল শ্রমিক চলে গেছে তাদের বেতনের কিছু অংশ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। প্রকৃতপক্ষে আমরা দেখছি দলে দলে বিভিন্ন মাধ্যমে শ্রমিকরা ঢাকায় ফিরছে। শ্রমিকরা বলছেন অফিস থেকে তাদের আসতে বলা হয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, গতকাল দেখলাম গাজীপুরে একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। সরকার এখাতে সুরক্ষায় ইতোমধ্যে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এ সংকটে পোশাক কারখানার মালিকরা উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করবে এটাই আমার বিশ্বাস।
মালিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার আপনাদের পাশে আছে, কাজেই শ্রমিক ভাই-বোনদের পাশে থাকুন। প্রতিশ্রুতি রক্ষা করুন। শ্রমিক ছাঁটাই করবেন না।’
তিনি বলেন, ‘জেলা এবং উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে ত্রাণ কার্যক্রমে পরিবহন শ্রমিকসহ অন্যান্য সেক্টরের শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে।’
কাদের বলেন, ‘করোনা টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে। তবে অনেকে লক্ষণ থাকলেও টেস্ট করাচ্ছেন না। এটা বিপদ ডেকে আনছে। করোনা মোকাবিলায় শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাল্লাহ এ যুদ্ধে আমরা জয়ী হবই।’