Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজি বাজারে রেকর্ড, রেকিট বেনকিজারের ১২৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা


২ মে ২০২০ ১৬:০১

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ রেকর্ড পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১২ শ ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এটি পুঁজিবাজারে ইতিহাসে সর্বোচ্চ লভ্যাংশ। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারা ১২৫ টাকা করে লভ্যাংশ পাবেন।

গত গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে লভ্যাংশ ঘোষণা করা হয়।

সূত্র জানায়, পুঁজিবাজারের ইতিহাসে কোনো তালিকাভুক্ত কোম্পানির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণার রেকর্ড। গত বছর রেকিট বেনকিজার ৭ শ শতাংশ লভ্যাংশ করেছিল। আর তার আগের বছর কোম্পানিটি ২৭৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ৭৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩১ দশমিক ০৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪২ দশমিক ৬৪ টাকা।

আগামী ৩ জুন কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে অগামী ১১ মে।

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর