দিল্লি থেকে ফিরলেন আটকে পড়া ১৫১ বাংলাদেশি
২ মে ২০২০ ১৭:৩৯
ঢাকা: ভারতের দিল্লিতে আটকে পড়া ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন বলে জানা গেছে। শনিবার (২ মে) বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা শাহজালালে অবতরণ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (জনসংযোগ) তাহেরা খন্দকার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দিল্লি টু ঢাকার একটি বিশেষ ফ্লাইটে ১৫১ বাংলাদেশি যাত্রী নিয়ে শাহজালালে বিকেল ৪টা ৪৩মিনিটে অবতরণ করে।
বিমানের আরও কয়েকটি ফ্লাইট ভারতের বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে বলেও জানান তিনি।
এর আগে, গতকাল শুক্রবার ভারতের কলকাতায় আটকে পড়া ৭৩ বাংলাদেশিকে বিমান এয়ারলাইন্স দেশে ফিরেয়ে আনে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। সাথে সাথে বন্ধ হয়ে যায় আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাও। ফলে বর্হিবিশ্বে বাংলাদেশিরাও আটকে পড়ে। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের আন্তরিকায় তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
১৫১ বাংলাদেশি করোনাভাইরাস ঢাকা-দিল্লি বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইট