Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে সর্বাধিক করোনা রোগী, মোট আক্রান্ত ৯ হাজার ছাড়ালো


৩ মে ২০২০ ১৫:০১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একদিনে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন নতুন রোগী। একইসময়ে মারা গেছেন আরও দুইজন।

এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন। আর আক্রান্ত রোগীদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের।

রোববার (৩ এপ্রিল) নিয়মিত করোনা পরিস্থিতি বিষয়ক অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ সব তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৬৮টি।

গতকাল শনিবার বাংলাদেশে মোট শনাক্ত হয়েছিলেন ৮ হাজার ৭৯০ জন। এ ছাড়া গতকাল আরও ৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৭৫। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি যান তিনজন।

এদিকে করোনা থেকে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ সুস্থ না হলেও সব মিলিয়ে ১০৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইইডিসিআর করোনা রোগী করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর