Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে সীমান্তবর্তী কর্মহীন মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ


৩ মে ২০২০ ১৭:০২

হিলি: দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে বিপাকে পড়া সীমান্তবর্তী গরীব অসহায় একহাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩ মে) সকাল ১১টায় হিলি সীমান্তের মংলা বিওপি ক্যাম্পের সামনে বিজিবির পক্ষ থেকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহুরুল হক খান তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান, মংলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান বলেন, ‘করোনাভাইরাসের কারণে সীমান্তবর্তী মানুষজন কর্মহীন হয়ে বিপাকে পড়ায় খাদ্যকষ্টে রয়েছেন। এমন অবস্থায় তাদের বিজিবির পক্ষ থেকে খাদ্যসামগ্রী, স্যানিটাইজার বিতরণসহ নানামুখি কার্যক্রম পরিচালনা করে আসছে যাতে তারা করোনাভাইরাস থেকে রক্ষা পায়।’ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কর্মহীন বিজিবি হিলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর