Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে অধ্যাপক মুনতাসীর মামুন


৪ মে ২০২০ ০০:৫৯

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন করোনা উপসর্গ নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৩ মে) সন্ধ্যায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির নাক-কান-গলা বিভাগের প্রধান ও হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনকে আজ এখানে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়নি। তার কোভিড-১৯ টেস্টের ফলাফলও এখনো পাওয়া যায়নি। তবে তার মা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মুগদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যক্ষ ডা. শাহ্ গোলাম নবী তুহিন সারাবাংলাকে বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনকে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কোভিড-১৯ সংক্রমণ আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশিষ্ট গবেষক মুনতাসীর মামুনের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায়, উপসর্গ থাকায় ১০ দিন আগে তার কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। ওই পরীক্ষার ফলে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়নি। তবে উপসর্গ থাকায় ফের তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

করোনা উপসর্গ ঘাতক দালাল নির্মূল কমিটি মুনতাসীর মামুন হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর