সিলেট ওসমানী মেডিকেলের ১৬ চিকিৎসক করোনা আক্রান্ত
৫ মে ২০২০ ১০:২০
সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েক দিন আগে ঢাকায় আইইডিসিআরে পাঠানো নমুনা পরীক্ষার পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা চিকিৎসকদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দিন আগে আইইডিসিআরের তরফ থেকে রিপোর্ট জানানো হলেও সেগুলো যাচাই করে সোমবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে রিপোর্ট আসার এক সপ্তাহ আগে থেকেই ওই চিকিৎসকরা কোয়ারেনটাইনে চলে গেছেন।
একই সঙ্গে ওসমানী হাসপাতালে ভর্তি থাকা আরও ৬, শামসুদ্দিন হাসপাতালে ভর্তি থাকা আরও ৯ জন রোগির করোনা পজেটিভ এসেছে। তারাও আগে থেকেই আইসোলেশনে ছিলেন।
এছাড়া ঢাকা থেকে পাওয়া রিপোর্টে সিলেট জেলায় নতুন করে ৮ জন, সুনামগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ৫ জন ও হবিগঞ্জে ১০ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।