‘পৃথিবী কখনই করোনা মুক্ত হবে না’
৫ মে ২০২০ ১৩:১৯
রাশিয়ায় একদিনে ১০ সহস্রাধিক মানুষ নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্ব মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর, পৃথিবী কখনই করোনামুক্ত হবে না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত কনজিউমার ওয়াচডগ রসপট্রেনাজরের প্রধান আন্না পোপোভা। সোমবার (৪ মে) রাশিয়ার টেলিভিশন নেটওয়ার্ক রাশিয়া ২৪ এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
আন্না পোপোভা বলেন, দেশ সম্পূর্ণ করোনামুক্ত হওয়ার পর, আবার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হতে পারে, কোনো না কোন সংযোগ থেকেই যায়।
তিনি আরও বলেন, নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল তা ধাপে ধাপে তুলে নেওয়া যেতে পারে। যেমনঃ একেবারে বয়স্ক না হলে কারো সেলফ আইসোলেশনে থাকার দরকার নেই।
পোপোভা বলেন, মে মাসের ছুটির পরই লকডাউন ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হতে পারে, সেক্ষেত্রে সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত রাশিয়ায় মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৬৮ জন, মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৬ জন। সেরে উঠেছেন ১৮ হাজার ৯৫ জন।