করোনায় নাইজারের শ্রমমন্ত্রীর মৃত্যু
৫ মে ২০২০ ১৬:৩৫
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাইজারের কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী মোহাম্মদ বিন ওমরের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি টেলিভিশন টেলি সাহেল সোমবার (৪ মে) ৫৫ বছর বয়সী এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, নাইজারের শ্রমিকদের উদ্দেশে মোহাম্মাদ বিন ওমরের একটি বার্তা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল। ওই বার্তায় তিনি শ্রমিকদের করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছিলেন, করোনাভাইরাস আলোর চেয়েও দ্রুত ছড়ায়।
এদিকে, মোহাম্মাদ বিন ওমরের জন্ম ১৯৬৫ সালের ১ জানুয়ারি। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (পিএসডি) নেতৃত্ব দিচ্ছিলেন। প্রেসিডেন্ট মোহাম্মাদু ইউসুফুর ডেমাক্রেসি এন্ড সোশালিজমের সঙ্গে পিএসডি’র জোট গঠন করে নাইজারের ক্ষমতায় বসেছিল।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ মঙ্গলবার (৫ মে) পর্যন্ত নাইজারে মোট ৭৫৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। ইতোমধ্যেই নাইজারে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশেটির বাকী অংশের সঙ্গে রাজধানীকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
কোভিড-১৯ নভেল করোনাভাইরাস নাইজার শ্রমমন্ত্রী মোহাম্মাদ বিন ওমর