Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ বেঞ্চ গঠন করে সংগ্রাম সম্পাদকের জামিন শুনানির আবেদন


৫ মে ২০২০ ২০:১৯ | আপডেট: ৫ মে ২০২০ ২০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল আসাদের জামিন শুনানির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) আবেদনের বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসিয়াল মেইল এ আবেদনটি পাঠানো হয়েছে। আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী রয়েছে খন্দকার মাহবুব হোসেন।

আবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর মাস থেকে কারাগারে আটক আছেন আবুল আসাদ। তিনি ৮০ বছর বয়স্ক একজন প্রবীণ নাগরিক। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া তিনি ডান চোখের দৃষ্টিশক্তি ক্রমান্বয়ে হারিয়ে ফেলছেন। চিকিৎসকগণ তাকে খুব তাড়াতাড়ি ডান চোখে ক্যাটার‌্যাক্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। শ্বাসকষ্টের রোগী হওয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছেন। এ অবস্থায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে জামিন লাভের সুযোগ পাচ্ছেন না। কারণ, গত মার্চ মাসের শেষ দিক থেকে অদ্যবদি সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের সকল আদালত এবং আদালতের দাফতরিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আবুল আসাদের শারীরিক বিষয় বিবেচনায় নিয়ে ন্যায় বিচারের স্বার্থে বিশেষ বেঞ্চ গঠন করে তার জামিন আবেদন শুনানির উদ্যোগ নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন তারা।

জামিন শুনানি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর