Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৩০ হাজার ছাড়িয়েছে


৬ মে ২০২০ ২৩:৩৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। ইউরোপ মহাদেশে ইতালিকের ছাড়িয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যাও সেদেশেই।

বুধবার (৬ মে) যুক্তরাজ্যে আরও ৬৪৯ জনের মৃত্যু হয়েছে। এতে সেদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে সংক্রমণ শুরু হওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৩৭ লাখ ৭৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ২ লাখ ৬১ হাজার জন।

করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৭৩ হাজার জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৮৪ জনের। স্পেনে ২৫ হাজার ৮৫৭ ও ফ্রান্সে ২৫ হাজার ৫৩১ জনের প্রাণহানি হয়েছে।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৭৯০ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জনে গিয়ে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬।

আরও পড়ুন-  দেশে করোনা আক্রান্ত ১১ হাজার ছাড়াল, মৃতের সংখ্যা বেড়ে ১৮৬

করোনা আপডেট করোনাভাইরাস টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর