Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্যোগ-মহামারিতে রিটার্ন দিতে দেরি হলে জরিমানা গুনতে হবে না


৭ মে ২০২০ ১৭:২০

ঢাকা: যেকোনো ধরনের দুর্যোগ, মহামারি বা জরুরি অবস্থায় মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ব্যবসায়ীরাও এ ধরনের পরিস্থিতিতে সময়মতো রিটার্ন দাখিল করতে না পারলেও তাদের জরিমানা গুনতে হবে না। এমন বিধান রেখে সংশোধনী আসছে মূসক আইন ও আয়কর অধ্যাদেশে। সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সীমিত পরিসরে প্রায় একমাস পর কোনো মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবে এই আইনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ভ্যাট অফিস সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান যথাসময়ে রিটার্ন জমা দিতে পারেনি। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে। কিন্তু আইনে সময় বাড়ানোর সুযোগ না থাকায় আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

সচিব জানান, সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, আইনটির (৩) উপধারা (১)-এ যা কিছুই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও জরুরি অবস্থায় জনস্বার্থে এনবিআর সুদ ও জরিমানা পরিশোধ ছাড়াই রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারবে।

বিজ্ঞাপন

সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বলছে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ২৬ মার্চ থেকে সারাদেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। এর মধ্যে আয়কর বিভাগের সব কাযর্ক্রম এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে করদাতারা রিটার্ন জমা দিতে পারেননি। কিন্তু করদাতা কিংবা আয়কর কর্তৃপক্ষ— কেউই এ পরিস্থিতির জন্য দায়ী নয়। ফলে উদ্ভূত পরিস্থিতিতে করদাতাদের জরিমানার যে বিধান রয়েছে, তা মওকুফ করতে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভায় মূসক আইন ও আয়কর অধ্যাদেশের সংশোধনীর খসড়ায় অনুমোদন দেওয়ার ফলে মহামারি, দুর্যোগ বা জরুরি অবস্থার মধ্যে রিটার্ন দাখিল করার মতো পরিস্থিতি না থাকলে এনবিআর রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারবে। অন্যদিকে, ব্যবসায়ীরা দেরি করে রিটার্ন দাখিল করলেও বাড়তি সময়ের জন্য তাদের জরিমানা গুনতে হবে না।

আয়কর জরিমানা মওকুফ জরুরি অবস্থা মন্ত্রিসভার বৈঠক মূসক রিটার্ন দাখিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর