Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগৃহীত নমুনার খোঁজ ‘জানে না’ স্বাস্থ্য অধিদফতর!


৭ মে ২০২০ ১৭:২৬

ঢাকা: গণমাধ্যমকর্মী ইমন চৌধুরী (ছদ্মনাম)। ৩ মে পর্যন্ত টানা ৯ দিন জ্বরে ভুগছিলেন। ১ মে তার স্ত্রী ও সাড়ে তিন বছরের বাচ্চারও জ্বর আসে। তাদের সকলের করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ থাকায় নমুনা সংগ্রহের জন্য ২ মে হটলাইনে যোগাযোগ করেন। ৩ মে বিকেলে নমুনা সংগ্রহ করতে আসেন দুজন। নমুনা সংগ্রহের পর বারকোড নম্বরযুক্ত একটি কাগজ কাগজ দেওয়া হয় তাদের। তবে রিপোর্ট পাওয়ার জন্য সেই নম্বর নিয়ে কোথায় যোগাযোগ করতে হবে তা জানাতে পারেননি ওই দুজন।

বিজ্ঞাপন

৫ মে নমুনা পরীক্ষার ফলাফল জানার জন্য যোগাযোগ করা হয় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা কেন্দ্রে (আইইডিসিআর)। সেখান থেকে জানানো হয় ওই বারকোড নম্বরযুক্ত কোনো নমুনা প্রতিষ্ঠানটিতে জমা পড়েনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের হটলাইনে যোগাযোগ করা হলে তারা একটি নম্বর দিয়ে সেখানে এসএমএস করতে বলেন। সেই নম্বরে এসএমএস দেওয়া হলেও এখন পর্যন্ত নমুনা পরীক্ষার ফলাফল জানা যায়নি।

বিজ্ঞাপন

পরিবারের তিনজনের জ্বর তাই কোভিড-১৯ সংক্রমণ এড়ানোর জন্য বাসা থেকে বের না হওয়ার কারণে ডেঙ্গুর পরীক্ষাও করাতে পারছেন না তারা। আগে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে বাসায় এসে রক্ত নিয়ে যেত পরীক্ষার জন্য। করোনা পরিস্থির কারণে এখন সেটাও সম্ভব হচ্ছে না।

৬ মে ভোরে দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপু মারা যান। বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাসায় অবস্থান করছিলেন তিনি। ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তীতে তার স্ত্রী ও সন্তানের কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়।

মাহমুদুল হাকিম অপুর ভাই শওকত উল হাকিম সারাবাংলাকে বলেন, ‘অপু যেদিন মারা যায় সেদিন সকালে ফোন করেছিলাম আইইডিসিআর-এ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছে না। এভাবেই প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা চলে যায়। এমনকি আর কারা মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা জানতে না পারায় তাকে স্বাভাবিকভাবেই দাফন করা হয়।’

সাংবাদিক মাহমুদুল হাকিম অপুর নমুনা সংগ্রহ করা হয়নি। উপসর্গ থাকার পরেও তার নমুনা সংগ্রহ না হওয়া এবং সাধারণ মানুষের কাছে এখনো কী উপায়ে নমুনা সংগ্রহ করা হবে তার প্রক্রিয়া জানাতে না পারাকে সমন্বয়হীনতা হিসেবে দেখছেন চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর (সিএনই) ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

সারাবাংলাকে তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে মাহমুদুল হাকিম অপু মারা গেছেন। উনি মারা যাওয়ার পরেও নমুনা সংগ্রহ করা হয়নি। আমরা হয়তোবা অপুরটা জানি। কিন্তু এমনতো আরও অন্যান্য মানুষের সঙ্গেও ঘটে থাকতে পারে। এই সমন্বয়হীনতা আসলে শুরু থেকেই দেখা যাচ্ছে।’

২ মে’র পর থেকেই নমুনা সংগ্রহ করছে না আইইডিসিআর। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আইইডিসিআরের কাজ এখন থেকে করবেন অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের কিছু কর্মকর্তা। এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এছাড়া নমুনা সংগ্রহের জন্য অবসরে যাওয়া কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হয় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সঙ্গে। সারাবাংলাকে তিনি বলেন, ‘৪ মে পর্যন্ত নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। তাই সেখানে ফোন করলেই জানা যাবে ইমন চৌধুরীর ফলাফল। তবে সাংবাদিক মাহমুদুল হাকিম অপুর নমুনা সংগ্রহ করা বা না করা নিয়ে কোনো তথ্য জানা নেই।’

এ বিষয়ে ইমন চৌধুরীর নমুনা সংগ্রহে আসা দলের একজনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা ৩ মে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করি। এরপরে আমরা সেটা স্বাস্থ্য অধিদফতরে জমা দেই। সেখান থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা হওয়ার কথা আমরা জানতে পারি।’

বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের পক্ষে নমুনা সংগ্রহের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক (এমআইএস) সমীর কান্তি সরকার। সারাবাংলাকে তিনি বলেন, ‘আমাকে সম্প্রতি এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পুরোপুরিভাবে সবকিছু গুছিয়ে নিতে পারিনি। আশা করছি, খুব দ্রুত এসব বিষয়ে সমাধান পাওয়া যাবে।’ ইমন চৌধুরীর নমুনা সংগ্রহ বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে দেখতে হবে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সারাবাংলাকে বলেন, ‘নমুনা সংগ্রহের কাজ স্বাস্থ্য অধিদফতরই করবে। আগে যে হটলাইন নম্বরগুলো ছিল সেগুলোতে ফোন দিলেই কল রিসিভ করবে।’ ‘করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়নি’- এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘বিষয়টি মাত্র জানলাম। এখনই খবর নিতে হবে।’ আর ইমন চৌধুরীর নমুনা বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল এ বিষয়ে খবর নিয়ে জানাতে পারব।’

নমুনা সংগ্রহের জন্য সারা ঢাকা শহরে বুথ দেওয়া হবে। সেইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্থানেও বুথ বসানো হবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

আইইডিসিআর করোনা আপডেট খোঁজ জানে না সংগৃহীত নমুনা স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর