সেপটিক ট্যাংক বিস্ফোরিত, অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুর মৃত্যু
৮ মে ২০২০ ১১:১১
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে একটি ছয় তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে দীঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পাশের একটি চার তলা ভবনের দেয়াল ধসে পড়েছে। এর ফলে পাশের একটি টিনশেড বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণে মারা গেছে দুই শিশু মাসনুন ও জিসান। তারা দুই ভাই। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্ত্বা নারী লাবণী আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে ছয় তলা ওই ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত ছয় জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর মধ্যে অন্তঃসত্ত্বা ওই নারী পথেই মারা যান। বাকি পাঁচ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিন্নাত আলী খান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সেখানে আরও ছয় জন গুরুতর আহত ছিল। ভবনের ভেতরে সেপটিক ট্যাংক তৈরি করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
২ শিশুর মৃত্যু ৩ জনের মৃত্যু অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু টপ নিউজ বন্দর সেপটিক ট্যাংকে বিস্ফোরণ