Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আরও ১৪৪ পুলিশ করোনায় আক্রান্ত, মোট ১৪২৯


৮ মে ২০২০ ১৬:২৩

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১ হাজার ৪২৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে এই ভাইরাস আক্রান্ত ছয় পুলিশ সদস্য মারা গেছেন।

শুক্রবার (৮ মে) দুপুরে পুলিশ সদর দফতরের একটি বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার (৭ মে) দুপুর পর্যন্ত পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৮৫ জন।

আরও পড়ুন- পুলিশ সদস্যদের করোনা চিকিৎসা ইমপালস হাসপাতালে

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পুলিশ বাহিনীতে আক্রান্ত ১৪৪ জনের মধ্যে ৪২ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য। এ নিয়ে ডিএমপি’র ৭০৮ জন পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা মোট পুলিশ সদস্যের প্রায় অর্ধেক।

এর বাইরে ২ হাজার ৮১৪ জন পুলিশ সদস্য কোয়ারেনটাইনে রয়েছেন। আইসোলেশনে রয়েছেন ৪৭২ জন। আর এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট ৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা তিন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর