রাজস্ব আদায় বন্ধ থাকায় পৌরসভায় সংকট চরমে
৯ মে ২০২০ ১৭:২৫
ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক নিরলস ভাবে দায়িত্ব পালন করলেও বেতন-ভাতা পাচ্ছেন না। সম্প্রতি মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশয়ন অব বাংলাদেশের (ম্যাব) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জোরালোভাবে বিষয়টি উত্থাপিত হওয়ায় বরাদ্দ পাওয়ার আশায় রয়েছেন প্রায় ৩৫ হাজার পৌর কর্মকর্তা-কর্মচারী।
শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৩২৮টি পৌরসভার মধ্যে ৮৫ শতাংশ পৌরসভায় ২ থেকে ৬৫ মাস বেতন-ভাতা না হওয়ায় মানবেতর জীবনযাপন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। করোনার কারণে রাজস্ব আদায় বন্ধ থাকায় বর্তমানে শতভাগ পৌরসভায় এ সংকট চরমে।
এতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন মিউনিসিপ্যাল এসোসিয়েশয়ন অব বাংলাদেশের প্রেসিডেন্ট, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। তার কথাগুলো প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে অনুধাবন করায় বেতন-ভাতে খাতে বরাদ্ধ পাওয়াসহ স্থায়ী সমাধানের আশায় রয়েছেন প্রায় ৩৫ হাজার অভুক্ত পৌর কর্মকর্তা-কর্মচারী।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীকে অবগত করায় ম্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের ৩২৮টি পৌরসভার জনপ্রতিনিধিসহ কর্মকর্তা-কর্মচারীরা।
সরকার পৌরসভার আয়ের খাতগুলো বৃদ্ধি করে দিলে অথবা জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের আদলে সরকারের তহবিল থেকে বেতন-ভাতা প্রদান করলেই এ সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।