Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি অধিদফতরের মহাপরিচালক ও তার মেয়ে করোনায় আক্রান্ত


১০ মে ২০২০ ১২:১৭

ঢাকা: কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল মূঈদ ও তার কন্যা নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। শনিবার (৯ মে) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স।

প্রিন্স জানান, শনিবার আব্দুল মূঈদ ও তার কন্যার করোনা টেস্টে ফলাফল পজেটিভ আসে। তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে কৃষি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে জানান, শনিবারই তাদের ফলাফল পজেটিভ এসেছে। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়াও এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) মূখ্য প্রশিক্ষক নূরুল আমিন পাটোয়ারি জ্বর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার করোনা টেস্টের রেজাল্ট পাওয়া যায়নি।

কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল মূঈদসহ সকলের জন্যে সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে দোয়া চাওয়া হয়েছে।

করোনা মোকাবিলা করোনাভাইরাস কৃষি সম্প্রসারণ অধিদফতর টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর