দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
১০ মে ২০২০ ১৯:২৯
চুয়াডাঙ্গা: করোনাভাইরাসের কারণে ১ মাস ১৪ দিন পর চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি ফের শুরু হয়েছে। রোববার (১০ মে) বিকাল সাড়ে ৫টায় ৪২টি মালবাহী ওয়াগন নিয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেলবন্দরে প্রবেশ করে প্রথম পেঁয়াজবাহী ট্রেন।
দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সিএন্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার আমদানিকারক প্রতিষ্ঠান খালিদ হাসান ট্রেডার্স ভারতের মহারাষ্ট্র থেকে এই পেয়াঁজ আমদানি করেছে। ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান আর কে এন্টারপ্রাইজ মালদহ থেকে এই ট্রেনে পেঁয়াজ বোঝায় করে। প্রথম চালানে ৪২টি ওয়াগনে ২৩ হাজার ২৪৩টি বস্তায় ১ হাজার ৪৫.২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
তিনি আরও জানান, আমদানি করা পেঁয়াজ দর্শনা রেলবন্দরেই ওয়াগন থেকে নামানো এবং এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে পাঠানো হবে।