Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু


১৩ মে ২০২০ ০১:১৭

ইতালির মিলানে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি মারা গেছেন। লোকমান হাওলাদারের নামে ওই ব্যক্তির বাড়ি মাদারিপুরের কালকিনীতে।

জানা গেছে, মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় দুপুর একটার দিকে মিলানের স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। দেশে তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক আব্দুল বাসিত দোলই এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ১০ বাংলাদেশির মৃত্যু হলো। তার মৃত্যুতে ইতালিতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ইতালিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা প্রায় ৩১ হাজার। এ ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজারের বেশি মানুষ। তবে ইতালিতে সেরে ওঠার সংখ্যাও বাড়ছে। ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরোপুরি সেরে ওঠেছেন প্রায় ১ লাখ ১০ হাজার জন।

ইতালি করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর