ঠাকুরগাঁওয়ে হাটবাজার জীবাণুমুক্ত করতে ইউএনও’র পরিস্কার অভিযান
১৩ মে ২০২০ ০১:৫৩
করোনাভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে ঠাকুরগাঁওয়ের হাটবাজার গুলোতে ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবাণুমুক্ত করার অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সদর উপজেলার ফারাবাড়ি হাটে ব্লিচিং পাউডার ছিটিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন হাট ইজারাদারসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে তিনি প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ১ লক্ষ ৩৫ হাজার টাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, সংস্কৃতিক সহায়তা ও চেক সুর সপ্তক শিল্পী গোষ্ঠীর হাতে পৃথক পৃথক চেক তুলে দেন।