ইটভাটার মালিকদের দ্বন্দ্বে গোলাগুলি, নিহত ১
১৩ মে ২০২০ ১৩:০২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইটভাটার মালিকদের দ্বন্দ্বে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত মো. খালেদ বিন ওয়ালিদ (২৪) পূর্ব ইলশা গ্রামের নেছার আহমেদের ছেলে। আহত হয়েছেন একই গ্রামের আবু খালেকের ছেলে হাফেজ ইব্রাহিম (২৪)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব ইলশা গ্রামে দুই ইটভাটার দুই মালিক মো. নুরুল আবছার ও দিদারুল আলমের মধ্যে ব্যবসায়িক ও আধিপত্যের দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের জেরে দুই মালিকের অনুসারীদের দুপক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোলাগুলি হয়। এসময় গুলিবিদ্ধ হন খালেদ ও ইব্রাহিম। খালেদ ঘটনাস্থলে মারা যান। ইব্রাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত খালেদ ইটভাটার মালিক দেলোয়ারের মামাতো ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত ইব্রাহিমও দেলোয়ারের পক্ষের লোক বলে তারা জানান।
এদিকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রাশিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বুধবার দুপুরে পূর্ব ইলশা গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসপি এস এম রাশিদুল হক সারাবাংলাকে বলেন, ‘ইটভাটার মালিক নুরুল আবছার ও দেলোয়ারের মধ্যে গত প্রায় ৩০ বছর ধরে দ্বন্দ্ব চলছে। মাঝে মাঝেই তাদের দু’পক্ষে গোলাগুলি হয়। গতকাল (মঙ্গলবার) রাতে গোলাগুলিতে দুজন আহত হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এসে আমরা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই বক্তব্যই পেয়েছি। এই ঘটনায় মামলা হবে এবং জড়িতদের গ্রেফতার করা হবে।’