Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে আ.লীগ নেতার মৃত্যু


১৩ মে ২০২০ ১৩:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না সেটি জানতে চারদিন আগে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে নগরীর বন্দর থানার মুনিরনগর এলাকার নিজ বাসায় আওয়ামী লীগ নেতা মো. হোসেন মুরাদের মৃত্যু হয়েছে। আর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন চিকিৎসাধীন কোভিড-১৯ রোগী।

বিজ্ঞাপন

মৃত মো. হোসেন মুরাদ (৫২) চট্টগ্রাম নগরীর মুনিরনগর ওয়ার্ড (সাংগঠনিক) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে তিনি ৩৭ নম্বর উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে বলেন, ‘কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। চারদিন আগে উনার (হোসেন মুরাদ) নমুনা নেওয়া হয়েছিল। সেটার রেজাল্ট অবশ্য এখনো আসেনি। এর মধ্যে উনার মৃত্যু হয়েছে। রেজাল্ট এলে বোঝা যাবে উনি করোনা পজিটিভ ছিলেন কি না।’

মুনিরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পরিবারের সদস্যদের বরাত দিয়ে সারাবাংলাকে বলেন, ‘গত শুক্রবার থেকে উনার (হোসেন মুরাদ) বেশি জ্বর ছিল। রোববার উনার নমুনা নেওয়া হয়। আজ (বুধবার) সকালে হঠাৎ উনার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এসময় হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু পৌঁনে ৮টার দিকে তিনি মারা যান। হাসপাতালে আর নেওয়া যায়নি।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ ছিল বলে শুনেছি। নমুনাও নেওয়া হয়েছিল। আজ (বুধবার) হোসেন মুরাদ সাহেব মারা গেছে। দাফনের বিষয়ে উনাদের পরিবার এবং প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, পুলিশ সেভাবে সহযোগিতা করবে।’

বিজ্ঞাপন

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৭৬ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ সারাবাংলাকে বলেন, ‘বেসরকারি পার্কভিউ হাসপাতাল থেকে গত ৯ মে এই রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। উনি স্ট্রোক করেছিলেন। শুরু থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত সাতজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন।

৩৮ নেতাকর্মী কারাগারে আওয়ামী লীগ উপসর্গ করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর