Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিসের আরও ৩ কর্মী করোনায় আক্রান্ত


১৩ মে ২০২০ ১৬:৪২

ঢাকা: ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরও তিনকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

বুধবার (১৩ মে) ফায়ার সার্ভিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের একজনকে হোম কোয়ারেনটাইনে এবং ১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, অগ্নিদুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়ে এদের কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ১ জন অধিদপ্তরের অধিশাখার, ৪ জন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের এবং ১ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস আক্রান্তরা সবাই ভালো আছেন। এদের একজন সুস্থ হওয়ার পথে।

করোনা পরীক্ষা করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর