কোভিড আপনাদের ভাগ্য খুলে দিয়েছে, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
১৩ মে ২০২০ ১৭:২০
ঢাকা: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আওতায় নবনিযুক্ত দুই হাজার চিকিৎসককে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে কোভিড-১৯ তথা করোনাভাইরাসের প্রকোপের কারণেই তাদের জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে— এ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, কোভিড-১৯ এসব চিকিৎসকের ভাগ্য খুলে দিয়েছে!
বুধবার (১৩ মে) দুপুরে ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নতুন করে দুই হাজার চিকিৎসকের পদায়ন শেষে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন- করোনা চিকিৎসায় নবনিযুক্ত ২ হাজার চিকিৎসকের পদায়ন [তালিকাসহ]
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৪০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সদ্য যোগ দেওয়া চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘কোভিডের কারণেই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। সেই অর্থে এই কোভিড আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে। কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছুপা হবেন না। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন।’
জরুরিভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গত ২৫ এপ্রিল ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। এরপর ৫ মে সেই নিয়োগের তালিকা আমাদের হাতে আসে। মাত্র ১০-১২ দিনেই এত বড় নিয়োগ একটি বিরল ঘটনা।’
তিনি বলেন, আমাদের আরও বেশকিছু টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। খুব শিগগিরই এই নিয়োগ হবে। এসব নিয়োগ হলে দেশের স্বাস্থ্যসেবার মান নিঃসন্দেহে আরও বাড়বে।
করোনাভাইরাস তথা কোভিড-১৯ মহামারিতে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত অনুমোদন করায় স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, নিউরো সার্জন বিশেষজ্ঞ ও বিসিপিএস সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্যসেবা শাখার অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
সভায় নবাগত চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. আর রাফি তামজীদ ও ডা. নাজিয়া হাসান জিনা।
দুই হাজার চিকিৎসক নবনিযুক্ত চিকিৎসক বিসিএস স্বাস্থ্য বিসিপিএস স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক