Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করেনায় ডিজিটাল স্বাস্থ্যসেবা হবে গেম চেঞ্জার: পলক


১৩ মে ২০২০ ১৯:২৫

ঢাকা: দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৩ মে) এক ভাচুর্য়াল সংবাদ সম্মেলনে ‘পাঠাও টেলিমেডিসিন’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে। ভবিষ্যতে তা আরও মূখ্য ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ভাতা প্রদানের ক্ষেত্রে আঙুলের ছাপের পরিবর্তে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে বয়স্ক ও বিধবা ভাতা প্রদানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

পলক বলেন, ‘টেলিমেডিসিন খরচ ও ঝুঁকি কমায়। ইতোমধ্যেই প্রভা, সহজ ও পাঠাও এর মতো প্রতিষ্ঠানগেুলো টেলিমেডিসিন সেবা চালু করছে। এটা শুধু প্রযুক্তির ব্যবহারই বাড়াচ্ছে না, ঝুঁকি ও খরচ কমাবে। বেশি সংখ্যক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে উৎসাহিত করবে।’ এছাড়া ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তথ্যসুরক্ষা ও সাইবার নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি। প্রতিটি জায়গায় প্রযুক্তির ব্যবহার হচ্ছে উল্লেখ করে খাবার ও স্বাস্থের পর শিক্ষাসহ অনেক মৌলিক সেবায় পাঠাও যুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার-বেসরকারি উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে অন্যান্য স্টার্টআপরাও পাঠাও এর মতো যুক্ত হবে।’

সংবাদ সম্মেলনে পাঠাও-এর সিইও হুসাইন এম ইলিয়াস, এটুআই-ইউএনডিপির পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশন সহপ্রতিষ্ঠাতা সাজিদ রহমান, ‘মায়া’র প্রতিষ্ঠাতা সিইও আইভি রাসেল, মেডিকেল টিম লিড ডক্টর তানজিনা শারমিন, প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সিল্ভানা সিনহাসহ আরও অনেকে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

পলক পাঠাও বিক্রি মেডিসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর