Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের দেশে সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কম: ত্রাণমন্ত্রী


১৩ মে ২০২০ ২২:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতেও বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে। আমাদের দেশে সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কম। এই দুর্যোগে বাংলাদেশের প্রতিটি ক্ষুধার্ত মানুষ ত্রাণ পেয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ শতাধিক সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, ‘বাংলাদেশে ৬৫ হাজার জনপ্রতিনিধি রয়েছে সেখান থেকে গতকাল পর্যন্ত যে অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়া গেছে ৫৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ৬৫ হাজারের মধ্যে ৫৫ জন অত্যন্ত নগন্য সংখ্যা। যদিও এরকম একটি ঘটনাও কাম্য নয়।’

বিজ্ঞাপন

ত্রাণমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময় ত্রাণ বিতরণকালে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে প্রত্যেককে শাস্তির আওতায় আসতে হবে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন এবং এর কার্যকারিতা শুরু হয়ে গেছে। আমরা মনে করি আগামীদিনে কেউ ত্রাণ বিতরণে দুর্নীতি করার সাহস পাবে না।’

মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং অর্থ মজুদ রয়েছে। তাই দেশে যতদিন করোনাভাইরাস থাকবে ততদিন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। আমরা আশা করি বাংলাদেশে জুন মাসের মধ্যে করোনাভাইরাস দুর্বল হয়ে যাবে।’

ত্রাণ বিতরণের সময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দীপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত বাংলাদেশে এ পর্যন্ত ১৭ হাজার ৮৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৩ মে) শনাক্ত হয়েছেন ১১ শতাধিক মানুষ। একইদিন মারা গেছেন ১৯ জন। এ পর্যন্ত বাংলাদেশে ২৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর