Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়নগরে মেম্বারের বাড়ি থেকে সরকারি চাল জব্দ, এক বছরের কারাদণ্ড


১৪ মে ২০২০ ০৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা আক্তারের বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ওই জনপ্রতিনিধির বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, গোপন সংবাদে খবর পেয়ে ইসলামপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নিলুফা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন

চাল জব্দ ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর