Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে রিট


১৪ মে ২০২০ ১৩:১৪

ঢাকা: দেশের সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন।

বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়েছে।

পরে আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, রিটে সব বেসরকারি হাসপাতালের সামনে ‘ইউরো জোন’ স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে। ইউরো জোনে কোনো রোগীর করোনা উপসর্গ প্রকাশ পেলে তাকে নির্ধারিত হাসপাতালে পাঠাতে হবে। এছাড়া অন্য রোগের চিকিৎসা সংশ্লিষ্ট হাসপাতালকে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আইনজীবী ভার্চুয়াল কোর্ট রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর