Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক কেনা-বেচা নিয়ে বিরোধে বগুড়ায় যুবক খুন


১৪ মে ২০২০ ২৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত সুরুজ বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে। বুধবার (১৪ মে) রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ মে) বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মালগ্রাম চাপরপাড়া ও মালগ্রাম মধ্যপাড়ায় মাদক বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার কয়েক দফা মারপিটের ঘটনা ঘটে। সুরুজ, মানিক নামের দু’জন উজ্জল নামের এক যুবককে মারধর করে। মানিক এবং উজ্জল দুজনেই মাদক ব্যবসায়ী এবং একে অপরের সৎ ভাই।

বিজ্ঞাপন

এর জেরে বুধবার বিকেলে উজ্জল এবং আকাশ নামের দুই যুবক সুরুজকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে সুরুজ মারা যায়।

বগুড়া বিরোধ মাদক যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর