করোনায় মারা গেলেন রূপালী ব্যাংকের ডিজিএম
১৫ মে ২০২০ ২৩:০৬ | আপডেট: ১৫ মে ২০২০ ২৩:৫৬
ঢাকা: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়েরে ডিজিএম মো. শহিদুল ইসলাম রিপন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. এহতেশামুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সহিদুল ইসলাম রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে ডিজিএম পদে কর্মরত ছিলেন। গত ৩০ এপ্রিল থেকে তিনি করোনায় আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
মো. শহিদুল ইসলাম রিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর। তিনি রাজধানীর বাসাবোতে স্বপরিবারে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন।
করোনাভাইরাস টপ নিউজ ডিজিএম মো. শহিদুল ইসলাম রিপন রূপালী ব্যাংক