Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলায় ব্যর্থ ক্যু, ৩৯ সেনা সদস্য গ্রেফতার


১৫ মে ২০২০ ২৩:৩১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতের উদ্দেশ্যে পরিকল্পিত ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, দেশটির ৩৯ সেনা সদস্যকে কলম্বিয়ার সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাদিরিনো রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান।

ভেনেজুয়েলার ওই মন্ত্রী বলেন, কলম্বিয়ার সীমান্ত দিয়ে ভেনেজুয়েলায় প্রবেশের চেষ্টাকালে, কয়েকদিন থেকে পলাতক থাকা ওই ৩৯ সেনা সদস্যকে আটক করেছে আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

এর দুই সপ্তাহ আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কয়েকজন মার্কিন নাগরিককে গ্রেফতার করেছিল ভেনেজুয়েলা। সম্প্রতি গ্রেফতার হওয়া ৩৯ সেনা সদস্য ওই ষড়যন্ত্রের ‘অভিন্ন অংশ’ বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।এ নিয়ে ওই ব্যর্থ অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত ৯১ জনকে গ্রেফতার করা হলো।

এদিকে, ভেনেজুয়েলা দাবি করছে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ওই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া এবং বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো।

প্রসঙ্গত, মাদুরোবিরোধী ব্যর্থ ক্যু’র অন্যতম দুই কুশীলব সাবেক মার্কিন সেনা সদস্য লুক ডেনমান এবং আরিয়ান ব্রে’র বিরুদ্ধে ভেনেজুয়েলায় সন্ত্রাস, ষড়যন্ত্র, যুদ্ধাপরাধ সংঘটনের উদ্দেশ্যে বেআইনি অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাদের ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন –

ভেনেজুয়েলায় ক্যু প্রচেষ্টা, মার্কিন নাগরিকের স্বীকারোক্তি

বিজ্ঞাপন

 

কলম্বিয়া ক্যু নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর