Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণ: পরিচিত চেহারায় ফিরছে ঢাকা


১৬ মে ২০২০ ১১:২৪

ঢাকা: নভেল করোনাভাইরাস সংক্রমণের এড়াতে মানুষের ঘরমুখী হওয়ার সঙ্গেসঙ্গে প্রকাশিত হতে শুরু করেছিল প্রকৃতির সৌন্দর্য। ঢাকার বাতাসও পেয়েছিল খানিকটা শুদ্ধতা। তবে, বর্ধিত সাধারণ ছুটি চলাকালীন সরকারি বিধিনিষেধ কিছুটা শিথিল করায় রাজধানীতে বাড়তে শুরু করেছে বায়ুদূষণ।

একবিংশ শতকের প্রথম দুই দশকে ঢাকার বাতাসে দূষণ রোজই একটু একটু করে বেড়েছে। কিছুদিন আগেও এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বায়ুমান ছিল সবচেয়ে শোচনীয়। তবে, করোনা সংক্রমণের মুখে এপ্রিলের শুরু থেকে পাল্টে যায় দৃশ্যপট। দূষণ মাত্রা নেমে যায় ১০০ এর নিচে।

বিজ্ঞাপন

এদিকে, মে মাসের মধ্যভাগে (১৬ মে) ঢাকার বায়ুমান পৌঁছেছে ১৮৪ তে। চলতি সপ্তাহেই হয়তো ২৫০ ছাড়িয়ে যাবে ঢাকার বায়ুমান পরিস্থিতি। বিশ্বে বায়ুদূষণের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে ঢাকা (১৮৪ বায়ুমান সূচক)। দ্বিতীয়স্থানে চীনের চ্যাংডু (১৭৬), তৃতীয়স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৬৯)। এছাড়াও যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৮), পাকিস্তানের করাচি (১৪৩) ও ভারতের দিল্লি (১৩৯) পরবর্তী স্থানগুলো দখল করে রেখেছে।

এছাড়াও, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিয়েলটাইম বায়ুমান সূচক অনুসারেও ঢাকার বায়ুমান ১৮৫।

অন্যদিকে, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণা থেকে জানা আয়, মার্চ মাসে ঢাকার বায়ুদূষণ এক দশকের মধ্যে সর্বনিম্ন ছিল। ওই সময় বায়ুমান সূচকে ১০০ থেকে ১২১ এর মধ্যে ওঠানামা করছিল ঢাকার অবস্থান। বায়ুদূষণে শীর্ষ তিন অবস্থান কাটিয়ে উঠে ঢাকার ১০ থেকে ১৫ নম্বরের দিকে স্থানান্তরিত হয়েছিল।

এ ব্যাপারে ক্যাপসের পরিচালক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার সারাবাংলাকে বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও রাস্তায় সংস্কার কাজ চলমান থাকার কারণে ঢাকার বায়ুমান সবসময় অসন্তোষজনক থাকে। নভেল করোনা সংক্রমণকালীন, আক্রান্ত হওয়ার ভয়ে সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

তবে এখন আবার সব খুলতে শুরু করেছে, তাই ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে উঠছে ঢাকার বাতাস।

প্রসঙ্গত, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ এর মধ্যে অবস্থান করলে ওই শহরের বায়ুমান পরিস্থিতি ‘ভালো’ বলা হয়; ৫১ থেকে ১০০ এর মধ্যে সূচক থাকলে বায়ুমান পরিস্থিতি ‘সন্তোষজনক’; ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকলে অসুস্থ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’; ১৫১ থেকে ২০০ এর মধ্যে বায়ুমান সূচক থাকলে সকলের জন্য অস্বাস্থ্যকর আর ২০১ থেকে ৩০০ এর মধ্যে বায়ুমান সূচক থাকলে ওই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কোভিড-১৯ ঢাকা নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর